গুনবাচক চলক ও পরিমাণ বাচক চলকের মধ্যে পার্থক্য ৮ টি
গুনবাচক চলক ও পরিমাণ বাচক চলকের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চান?? এই আর্টিকেলে গুণ বাচক চলক আর পরিমাণ বাচক চলক নিয়ে আলোচনা করা হবে এবং এদের মধ্যে পার্থক্য সম্পর্কে নীচে বিশ্লেষণ করা রয়েছে দেখে নিন।
গুণবাচক চলক ও পরিমাণ বাচক চলকের মধ্যে পার্থক্য
চলক বলতে বোঝায় যে মান পরিবর্তনশীল। পরিবর্তনশীল রাশির মান কে বলা হয় চলক। চলক সাধারণত দুই প্রকারের হয় যেমন গুণ বাচক চলক এবং পরিমাণ বাচক চলক।গুণবাচক চলকের কোন প্রকারভেদ নেই কিন্তু পরিমান বাচক চলকের প্রকারভেদ রয়েছে পরিমাণ বাচক চলক হল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুই ধরনের।
পার্থক্য
- যে চলকের মান সংখ্যায় পরিমাপ করা যায় না তাকে বলা হয় গুণবাচক চলক। আর যে চলক এর মান সংখ্যায় প্রকাশ করা যায় তাকে বলা হয় পরিমাণ বাচক চলক।
- গুণবাচক চলক এর উদাহরণ হল রক্তের গ্রুপ মানুষের জ্ঞান মেধা দক্ষতা ইত্যাদি আর অপরদিকে পরিমাণ বাচক চালক এর উদাহরণ হল মানুষের ওজন উচ্চতা বয়স।
- গুল বাচক চলকের কোন প্রকারভেদ নেই কিন্তু পরিমাণ বাচক চলকের প্রকারভেদ রয়েছে যেমন পরিমাণ বাচক চলক হল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ধরনের।
- গুণবাচক চলক সংখ্যায় পরিমাপ করা যায় না। কিন্তু পরিমাণ বাচক চলক সংখ্যায় পরিমাপ করা যায়।
- গুণবাচক চলক বৈশিষ্ট্যের প্রকৃতি নির্দেশ করে আর পরিমাণ বাচক চালক বৈশিষ্ট্যের পরিমাণ নির্দেশ করে।
- গুলবাচক চলকের মান বিচ্ছিন্ন ধরনের আর পরিমাণ বাচক চলকের মান অবিচ্ছিন্ন ধরনের।
- গুণবাচক চলো সর্বদা মানের ক্রমানুসারে সাজানো যায় না। গুণ বাচক চলক যোগ বিয়োগ কিংবা গুন ভাগ করা যায় না।।
- গুণবাচক চলো পরিমাপ নাম সুযোগ ও ক্রমিক সূচক স্কেল ব্যবহার করা হয় আর অপরদিকে পরিমাণ বাচক চালক পরিমাপ করার জন্য ব্যাক্তি সূচক আর আনুপাতিক স্কেল ব্যবহার করা হয়।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url