d-rise 40000 কেন খায়? ভিটামিন ডি রাইস ৪০০০০ এর কাজ কি
d-rise 40000 কেন খায়? ভিটামিন ডি এর অভাবজনিত কারণে d-rise 40000 খাওয়া হয়। এটি হলো একটি ভিটামিন যা সরাসরি শরীরে প্রবেশ করানো হয় যাদের শরীরে অতিরিক্ত ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের জন্য চিকিৎসক সপ্তাহে একবার এই ঔষধ খাওয়ার পরামর্শ দেন।
আজকের এই আর্টিকেলে d-rise 40000 কেন খায় এবং ভিটামিন ডি রাইস ৪০০০০ এর কাজ কি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি রাইজ ট্যাবলেট সেবন করার আগেই এই আর্টিকেলটি দেখে নিন তাহলে আশা করছি আপনি উপকৃত হবেন।
d-rise 40000 কেন খায়
d-rise 40000 হলো একটি উচ্চ মাত্রার ভিটামিন ডি সাপ্লিমেন্ট এটি মূলত প্রতি সপ্তাহে একবার চিকিৎসক খাওয়ার পরামর্শ দেন এই ঔষধটি এত বেশি পাওয়ারফুল টা নিমিষেই আপনার শরীরের ভিটামিন ডি এর অভাব অথবা ঘাট থেকে পূরণ করতে সক্ষম।ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে যারা সূর্যের আলোতে যেতে পছন্দ করেন না কিংবা শরীরে প্রচুর ভিটামিন ডি এর ঘাটতি কিংবা অভাব রয়েছে তারা প্রতি সপ্তাহে একবার d-rise 40000 খাওয়া শুরু করুন। এটি কোন মাল্টি সাপ্লিমেন্ট নয়।
তবে এটি এক ধরনের পাওয়ারফুল ভিটামিন ডি সাপ্লিমেন্ট। যা শরীর থেকে ভিটামিন ডি এর অভাবকে পূরণ করে। প্রতি সপ্তাহে একবার d-rise 40000 সেবন করলে শরীর থেকে ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে।
এই ট্যাবলেট শরীরে ক্যালসিয়াম আর ফসফরাস এর ভারসাম্যকে সঠিকভাবে সাহায্য করে পাশাপাশি এটি ঘুম এবং মানসিক অবস্থাকে আরো উন্নত করবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন d-rise 40000 কেন খাই এই ওষুধটি খাবার অন্যতম একটি কারণ হলো শরীর থেকে ভিটামিন ডি এর অভাবকে পূরণ করা।
আমাদের শরীরে প্রতিটি ভিটামিন পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন যদি কোন ভিটামিন এর অভাব দেখা দেয় তাহলে শরীরে বিভিন্ন সমস্যার রোগবালাই তৈরি হবে। তাই শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে d-rise 40000 সেবন করতে হবে।
d-rise 40000 কখন খেতে হবে
d-rise 40000 কখন খেতে হবে? যারা এই ট্যাবলেট খেতে চাচ্ছেন তাদেরকে নিশ্চয় জানতে হবে যে এই ভিটামিন ডি সাপ্লিমেন্ট কখন খেতে হবে কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে?? d-rise 40000 চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রতি সপ্তাহে একটি খেতে হবে।
এটি খুবই পাওয়ারফুল একটি সাপ্লিমেন্ট ঔষধ তাই প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি সেবন করা যাবে না কোনোভাবেই প্রতি সপ্তাহে একটির বেশি সেবন করবেন না। যদি শরীরে ভিটামিন ডি এর খুব বেশি ঘাটতি থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হয়
যদি শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কি কি সমস্যা তৈরি হতে পারে? শরীরের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ যদি শরীরে ভিটামিন ডি এর ভাব দেখা দেয় তাহলে বিভিন্ন সমস্যা তৈরি হবে যেমন ভার দুর্বল হয়ে পড়বে পেশিতে টান লাগবে ব্যথা করবে হাত-পা ব্যথা করবে দাঁত দুর্বল হয়ে যাবে। সাথে আরো নানা জটিলতা তৈরি হবে।
ভিটামিন ডি এর অভাবে শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। কারণ ভিটামিন ডি শরীরে মাইক্রোকনড্রিয়াল এনার্জি মেটাবলিজমে প্রচুর ভূমিকা রাখে যদি শরীরে ভিটামিন ডি এর অফ তৈরি হয় তাহলে এটি কষে এনার্জি উৎপাদন করতে ব্যর্থ হবে যার ফলে শরীরে অনেক বেশি ক্লান্তি ভাব কাজ করবে।
- ভিটামিন ডি এর অভাবে বিষন্নতা অথবা ডিপ্রেশন কাজ করবে।
- ভিটামিন ডি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যেকোনো রোগ হলে সে রোগ আর দ্রুত সারতে চাইবে না। ভিটামিন ডি এর অভাবে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়বে।
- ভিটামিন ডি এর অভাবে ক্ষত শুকাবে না। অর্থাৎ হাত পা কেটে গেলে সে ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগবে।
- ভিটামিন ডি এর অভাবে ক্ষুধা মন্দা তৈরি হতে পারে। খাবারে অনিহা দেখা দিতে পারে।
- ভিটামিন ডি এর ঘাটতি থাকলে থাইরয়েড সমস্যা তৈরি হতে পারে
- ভিটামিন ডি এর ঘাটতি থাকলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা তৈরি হবে।
- ভিটামিন ডি এর অভাবে রাতের ঘুম নষ্ট হতে পারে। ভিটামিন ডি এর অফ থাকলে রাতে ঘুম হবে না।
- ভিটামিন ডি এর অভাব থাকলে ওজন বেড়ে যাবে কিংবা কমে যাবে। ভিটামিন ডি সরাসরি ইনসুলিন আর গ্লুকোজের মেটাবলিজমের প্রভাব বিস্তার করে।
- ভিটামিন ডি এর অভাব থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে।
- ভিটামিন ডি এর সমস্যা থাকলে চোখে ঝাপসা দৃষ্টি শক্তি সমস্যা হবে।
- বাচ্চাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে তাদের হাড় ব্যাকা হয়ে যেতে পারে।
ভিটামিন ডি এর অভাবে কিংবা ভিটামিন ডি থাকলে উপরের এই সকল সমস্যাগুলো তৈরি হবে তাই এই সকল সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট ট্যাবলেট সেবন করতে হবে। প্রতি সপ্তাহে একটি সেবন করলে আশা করছি ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে।
ভিটামিন ডি রাইস ৪০০০০ এর কাজ কি
d-rise 40000 এটি হলো এক ধরনের সুপার সাপ্লিমেন্ট ভিটামিন ডি ঔষধ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই ভিটামিন টি রাইস ৪০ হাজার সম্পর্কে। এটি সেবন করলে শরীরে বহু উপকার পাওয়া যায় প্রথমে আপনার চুল পড়া বন্ধ হবে আপনার স্কিন ভালো থাকবে তাতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করবে।
- এই ওষুধ নিয়মিত সেবন করলে দাঁত আর হার মজবুত হবে।
- d-rise 40000 এর কাজ হল দাঁত এবং হাড় সহ পেশি মজবুত করা।
- d-rise 40000 এর কাজ হল শরীরের ক্লান্তি ভাব ব্যথা পেশীর দুর্বলতা কে দূর করা।
- d-rise 40000 এর কাজ হল চুলের ভঙ্গুরতার রোধ করা।
- d-rise 40000 এর কাজ হল চুলের গোড়াকে মজবুত করা।
- d-rise 40000 এর কাজ হল মানসিক অবসাদ কিংবা মানসিক চাপ বিষন্নতা দূর করা।
- d-rise 40000 এর কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কি বৃদ্ধি করা শারীরিক ইমিউনিটি সিস্টেমকে উন্নত করা।
- d-rise 40000 এর কাজ হল রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করা।
- d-rise 40000 এর কাজ হল হরমোন ও ইনসুলিন কে নিয়ন্ত্রণ করা।
- d-rise 40000 এর কাজ হল ত্বক আর চুলের স্বাস্থ্যের উন্নতি করা।
- d-rise 40000 এর কাজ হল ত্বকে উজ্জ্বল করা এবং রক্ত চলাচল বৃদ্ধি করা।
d-rise 40000 শুধুমাত্র একটি কাজ নয় বরং এটি বিভিন্ন কাজ করে। শরীর থেকে ভিটামিন ডি এর অভাবকে পূরণ করে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে নানান সমস্যা তৈরি হবে। তাই ভিটামিন ডি এর অভাব পূরণ করতে এবং শরীরকে সুস্থ রাখতে প্রতি সপ্তাহে d-rise 40000 সেবন করতে হবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিটামিন ডি রাইস ৪০০০০ এর কাজ কি।
d-rise 40000 price in bangladesh
Do you want to know how much is the price of Vitamin D Rise 40000? The price of a pack of d - rise 40000 ui in Bangladesh is 31 taka per pack. That is, the price of each piece of medicine is only 31 taka.Taking one D-rise 40000 pill every week will replenish the vitamin D deficiency in the body.
Vitamin D deficiency in the body will cause various problems.So to fill the vitamin D deficiency, one should consume one d-rise 40000 every week. I hope you all understand how much the d-rise 40000 costs in Bangladesh.
Vitamin d-rise 40000 এর পার্শ্বপ্রতিক্রিয়া
d-rise 40000 এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে?? হ্যাঁ অবশ্যই আছে প্রতিটি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে যদি ভুল নিয়মে কোন ঔষধ সেবন করা হয় তাহলে পার্শ্বপ্রতিক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায় তাই ঔষধ সেবন করার আগে খুব ভালোভাবে চিকিৎসকের থেকে পরামর্শ গ্রহণ করতে হবে।
বিশেষ করে এমন পাওয়ারফুল সাপ্লিমেন্ট ভিটামিন ডি ঔষধ সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা খুবই জরুরী অথবা এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহ দেখে নিন তাহলে বুঝতে পারবেন কিভাবে ঔষধ সেবন করতে হবে।
- বমি বমি ভাব দেখা দেওয়া
- পেট ব্যথা
- মাথা ঘোরা
- অতিরিক্ত প্রস্রাব
- হালকা জ্বর থাকা
- দুর্বলতা
- তীব্র কোষ্ঠকাঠিন্য
এই ওষুধে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই কিন্তু প্রতি সপ্তাহে একটি সেবন করলে আশা করছি খুব কম সমস্যা তৈরি হবে অথবা পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা যেতে পারে। সঠিক নিয়ম অনুসারে এই ট্যাবলেট সেবন করলে আশা করছি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না এবার চলুন আমরা দেখে আসি vitamin d-rise 40000 এর ক্ষতিকর দিক।
Vitamin d-rise 40000 এর ক্ষতিকর দিক
এই ওষুধ তেমন কোন ক্ষতি করে না কিন্তু যদি ভিটামিন ডি এর ঘাটতি না থাকা অবস্থাতেই এই ঔষধ সেবন করা হয় তাহলে শরীরে ক্যালসিয়ামের মাথাটা বেড়ে যাবে যার ফলে রক্তে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। প্রতিটি ব্যক্তির শরীরে স্বাভাবিক ক্যালসিয়ামের মাত্রা হলো ৮.৫-১০.৫।
যদি কোন ব্যক্তি ভিটামিন ডি এর ঘাটতি নেই তবুও d-rise 40000 সেবন করে তাহলে তার শরীরে ক্যালসিয়াম ১০.৫ এর বেশি হবে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অতিরিক্ত ক্যালসিয়াম কিডনি আর হার্টের জন্য মারাত্মক সমস্যা তৈরি করে।
বমি বমি ভাব দেখা দিবে। শরীরে ক্যালসিয়াম এর পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে হাইপোথ্যালামাস আর ভোমেটিং সেন্টার উত্তেজিত হবে যার ফলে বারবার বমি ভাব দেখা দিবে।
কি দিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে কারণ শরীরে যখন ক্যালসিয়ামের পরিমাণ বাড়তে শুরু করবে তখন সে ক্যালসিয়ামগুলো গুচ্ছ হয়ে এক একটি পাথর তৈরি হবে।
তাই কখনোই অতিরিক্ত পরিমাণে এই ভিটামিন ডি ট্যাবলেট সেবন করা যাবেনা বিশেষ করে যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি না থাকে তাহলে কখনোই d-rise 40000 ট্যাবলেট সেবন করবেন না।
যদি শরীরে ভিটামিন ডি এর অভাব খুব বেশি থাকে তখন d-rise 40000ui ট্যাবলেট সেবন করতে পারবেন আর যদি খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি থেকে থাকে তাহলে প্রতিদিন সকালে কয়টা থেকে ১১ টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থাকবেন এতে আশা করছি দুই থেকে তিন দিনের ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে।
আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন d-rise 40000 এর কাজ কি এইটাতে কেন খাওয়া হয় আর এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি এবং এর দাম কত। উপরে সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
লেখক এর শেষ কথা
আজকের এই আর্টিকেলে আলোচনা করা হলো d-rise 40000 কেন খায়?? ভিটামিন ডি রাইস ৪০০০০ এর কাজ কি?? আর d-rise 40000 price in bangladesh। যাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে,
ভিটামিন ডি এর ঘাটতির ফলে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে তারা প্রতি সপ্তাহে একটি d-rise 40000 ট্যাবলেট সেবন করুন এতে শরীর থেকে এক মাসের মধ্যেই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে এবং শরীর আবারও সুস্থ হয়ে উঠবে। বিশেষ করে শিশুদের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়
তাহলে নানান সমস্যা তৈরি হয় যেমন হাত পা ব্যাকা হয়ে যাওয়া। এই সমস্যা থেকে রেহাই পেতে শিশুদেরকে ভিটামিন ডি ট্যাবলেট দিতে হবে সাথে প্রতিদিন সকালে রোদে দাঁড়িয়ে থাকতে হবে। রোদ থেকে সরাসরি ভিটামিন ডি পাওয়া যায়। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হয় আর d-rise 40000 কেন খায়
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url