৩ দিনে গুগল এডসেন্স অ্যাড লিমিট যেভাবে দুর করবেন

আপনি কি গুগল এডসেন্স এড লিমিট নিয়ে খুব সমস্যায় রয়েছেন?? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য এই পোস্টটি শেয়ার করব কিভাবে আপনারা ৩ দিনে গুগল এডসেন্স অ্যাড লিমিট দূর করবেন।
৩ দিনে গুগল এডসেন্স অ্যাড লিমিট যেভাবে দুর করবেন
গুগল এডসেন্সে অ্যাড লিমিট বারবার আসে বিভিন্ন সমস্যা তৈরি হয়। কারণ রয়েছে সেই কারণগুলো না জানলে কখনো এ্যাড লিমিট সাইট থেকে দূর হবে না তাই আসলে আমরা দেখে নেই আপনার সাইটে কোন কারণে বারবার অ্যাড লিমিট আছে এবং কিভাবে এই অ্যাড লিমিট কে আপনি মাত্র তিন দিনের দূর করবেন।

অ্যাড লিমিট আসলে কি কি ক্ষতি হয় 

যখন একটি সাইটে এক লিমিট আছে তখন সেই সাইটে পর্যাপ্ত পরিমাণে অ্যাড শো করে এছাড়া অনেক সময় দেখা যায় অ্যাড বন্ধ হয়ে যায় যার ফলে ইনকামের পরিমাণ বন্ধ হয়ে যায় অথবা ইনকাম কমে যায় কারণ বিজ্ঞাপন কম দেখালে ইমপ্রেশন এবং ক্লিক কম আসবে যার ফলে ইনকাম কমে যাবে। 

যখন একটি সাইটে অ্যাড লিমিট আছে তখন সেই সাইটে আগের তুলনায় প্রায় ৯০% ইনকাম কমে যায়। RPM CTR সবকিছু একদম নেমে যায়। যখন একটি সাইটে অ্যাড লিমিট আসে তখন সেই সাইটে গুগল এডসেন্স কর্তৃপক্ষ উচ্চমানের বিজ্ঞাপন কম দেখাবে।

এমনকি এডসেন্স কর্তৃপক্ষ এই সাইটের দৃষ্টি ট্রাফিক মনে করে যার ফলে ভবিষ্যতে ইনকামের পরিমাণ অনেক কমে যেতে পারে। যখন একটি সাইটে এক লিমিট লাগে তখন সেই সাইটে সরাসরি গুগল rank ডাউন করে না। কিন্তু যদি দীর্ঘদিন একটি সাইটে অ্যাড লিমিট লেগে থাকে কিংবা বারবার অ্যাড লিমিট এর সমস্যা আসে তাহলে সেই সাইট ধীরে ধীরে ডাউন করে যায়। 

যখন একটি সাইটে বারবার এন্ড লিমিট লাগে তখন সেই সাইটকে গুগল মনে করে এখানে প্রচুর ইন বালির ট্রাফিক রয়েছে সেক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। অ্যাড লিমিট কখন উঠে সে বিষয়ে নিশ্চিত বলা যায় না অ্যাড লিমিট ২-৩ দিনে উঠে যেতে পারে আবার কখনো কখনো এক থেকে দুই মাস সময় পর্যন্ত লাগতে পারে। 

এড লিমিট একটি সাইটের জন্য খুবই মারাত্মক হতে পারে। এড লিমিটের ফলে সাইট নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে তাই যত দ্রুত সম্ভব এই অ্যাড লিমিট কে সাইট থেকে দূর করতে হবে। আসুন আমরা দেখি নেই এড লিমিট দূর করার জন্য কি কি উপায় রয়েছে। 

৩ দিনে গুগল এডসেন্স অ্যাড লিমিট যেভাবে দুর করবেন

আপনিও যদি গুগল এডসেন্স থেকে এড লিমিট এর সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। বারবার অ্যাড লিমিট লাগার ফলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে তো আমরা উপরে আলোচনা করেছি এখন প্রশ্ন হচ্ছে এড লিমিট দূর করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপায় ১: এড লিমিট দূর করতে চাইলে আগে খুঁজে বের করতে হবে কোন কারণে এড লিমিট আছে বারবার? এড লিমিট আসার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে ইনভ্যালিড ট্রাফিক। ইনভ্যালিড ট্রাফিকের কারণে অ্যাড লিমিট আছে। ইন ভ্যালিড ট্রাফিক এর সমস্যা দূর না হলে এডমিটের সমস্যা দূর হবে না। 

যদি আপনি কারো থেকে পেইড গ্রাফিক্স কিংবা এক্সচেঞ্জ ভিজিটর কিংবা বোট ভিজিটর গ্রহণ করেন তাহলে অ্যাড লিমিট এর সমস্যা বারবার আসবে। অনেকেই পেইড ট্রাফিক গ্রহণ করেন এই পেইড ট্রাফিকের কারণে মূলত অ্যাড লিমিট আসে বারবার।

উপায় ২: নিজে নিজে কখনো নিজের এ্যাডে ক্লিক করবেন না। কিন্তু কেউ যদি ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবে এডে বারবার ক্লিক দেয় সে ক্ষেত্রে করনীয় কি? সে ক্ষেত্রে ক্লাউড ফেয়ার এনালিটিক্স কিংবা গুগল এনালিটিক্স থেকে চেক করে দেখুন কোন দেশ কিংবা আইপি থেকে কোন সন্দেহজনক ট্রাফিক আসছে নাকি এসে থাকলে এগুলো ব্লক করে দিতে হবে। 

উপায় ৩: সাইটে কপি পেস্ট কন্টেন্ট থাকলে এড লিমিট আসতে পারে। সাইটে যদি কোন কপি পেস্ট কন্টেন্ট থাকে তাহলে সে কন্টেন্ট গুলো একটা একটা করে বেছে বেছে ডিলিট করো এবং নতুন কনটেন্ট যুক্ত করো। ইউনিক কনটেন্ট তৈরি করো।

উপায় ৪: ভালো পরিষ্কার থিম ব্যবহার করতে হবে অনেক সময় থিমের কারণে গুগলে বারবার অ্যাড লিমিট এর সমস্যা আসে। যদি হঠাৎ সিম পরিবর্তন করার পর থেকে বারবার অ্যাড লিমিটের সমস্যা আসে তাহলে বুঝতে হবে এটি থিম এর কারণে হচ্ছে।

উপায় ৫: বিজ্ঞাপন প্লেসমেন্ট ঠিক করো। পোস্টে এমন কোন বিজ্ঞাপনের জায়গাতে ডাউনলোড লিংক যুক্ত করবে না যেখানে ক্লিক করলে বারবার বিজ্ঞাপনের উপরে ক্লিক করবে। কিংবা এমন জায়গাতে বিজ্ঞাপন রাখবে না যেখানে ভুলবশত পাঠকরা বারবার ক্লিক করে। এড ঠিকভাবে সঠিক জায়গায় বসাও এতে অ্যাড লিমিট এর সমস্যা দূর হয়ে যাবে।

৩ দিনে এক লিমিট দূর করার সংক্ষিপ্ত প্রক্রিয়া 

  • ইনভ্যালিডিটি ট্রাফিক বন্ধ করো 
  • কপি পেস্ট কনটেন্ট গুলো রিমুভ করো 
  • ইউনিক কন্টেন্ট যুক্ত করো 
  • এড প্লেসমেন্ট ঠিক করো 
  • অতিরিক্ত অ্যাড দেখানো বন্ধ করো 
এই কয়েকটি উপায় অনুসরণ করলেই আশা করছি মাত্র তিন দিনেই তোমাদের সাইট থেকে অ্যাড লিমিট এর সমস্যা দূর হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত গুগল মনে পড়বে তোমার সাইট এখন সম্পূর্ণ নিরাপদ ততক্ষণ পর্যন্ত সাইটে অ্যাড লিমিট লেগেই থাকবে।

তুমি যদি ওপরের এই বিষয়গুলো ঠিক কর তাহলে আশা করছি আর অ্যাড লিমিট এর সমস্যা আসবে না। অ্যাড লিমিট এর সমস্যা দূর করতে ওপরে নিয়মগুলো অনুসরণ কর আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে মাত্র তিন দিনেই অ্যাড লিমিট এর সমস্যা দূর করা যায়।

আশা করছি সকলে বুঝতে পেরেছেন কিভাবে এড লিমিট দূর করতে হবে এবার চলুন আমরা দেখে আসি সাইটে বারবার এড লিমিট আসার কারণ কি আসলে কোন কোন কারণ গুলোর জন্য সাইটে বারবার এড লিমিট আসছে।

বারবার এড লিমিট আসার কারণ কি 

এখন যদি প্রশ্ন করেন বারবার এড লিমিট আসার কারণ কি ?? বারবার অ্যাড লিমিট আসার কারণ হচ্ছে অতিরিক্ত ইনভ্যালিড ট্রাফিক পেইড ট্রাফিক এন্ড প্লেসমেন্ট কপি কনটেন্ট। আবার সাইটে অতিরিক্ত অ্যাড দেওয়ার পরেও এড লিমিট আসে। 

অ্যাড লিমিট আসার অন্যতম কারণ হচ্ছে ইনভ্যালিড অথবা ফেক ট্রাফিক। সাইটে অতিরিক্ত ইনভ্যালিড কিংবা ফেক ক্লিক আসতে থাকলে সাইটে অ্যাড লিমিট লেগে যায়। এই অ্যাড লিমিট দূর করার জন্য প্রথম প্রক্রিয়া হচ্ছে ফেক ট্রাফিক পেইড ট্রাফিক অথবা ক্লিক এক্সচেঞ্জ দূর করা। 

অনেক সময় অনেকে শত্রুতা করেও ফেক ক্লিক দিতে পারে সেক্ষেত্রে তাদের আইপি গুলো ব্লক করে দিতে হবে ব্লক করে দিলে আর আশা করছি অ্যাড লিমিটের সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত গুগল মনে করবে আপনার সাইট এ রিস্ক আছে ততক্ষণ পর্যন্ত গুগল আপনার সাইটে অ্যাড লিমিট দিবে। 

তাই অ্যাড লিমিট এর সমস্যা দূর করতে প্রথমেই অতিরিক্ত ইনভ্যালিড ক্লিক কিংবা ফে ক ক্লিক দূর করুন সাইডে একটি ভাল থিম বসান। নিজের কিংবা পরিচিত কারণ মাধ্যমে বিজ্ঞাপনে ক্লিক করাবেন না অজানা কোন ট্রাফিক সোর্স থেকে ক্লিক আনবেন না এবং অতিরিক্ত অ্যাড বসাবেন না আর কখনোই কপি কনটেন্ট ব্যবহার করবেন না। 

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গুগল কেন একটি সাইটে বারবার এড দিতে দেয়। এই কারণগুলোর জন্য গুগল বারবার একটি সাইটে অ্যাড লিমিট দিতে পারে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অ্যাড লিমিট আসার কারণ সম্পর্কে।

উপসংহার : ৩ দিনে গুগল এডসেন্স অ্যাড লিমিট যেভাবে দুর করবেন

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করলাম কেন গুগল বারবার একটি সাইটে অ্যাড লিমিট দেয় আর মাত্র তিন দিনে কিভাবে আপনারা সাইট থেকে এড লিমিট দূর করবেন। গুগল যখন একটি সাইটে বারবার এড লিমিট দেয় তখন সেই সাইটটি ধীরে ধীরে ডাউন হতে শুরু করে।

অ্যাড লিমিট এর সমস্যার কারণে সাইট ধীরে ধীরে ডাউন করতে শুরু করে এবং গুগল তার বিশেষ হারিয়ে ফেলে এবং এভাবে এক লিমিট বারবার আসতে থাকলে পরবর্তীতে অ্যাড বন্ধ হয়ে যেতে পারে। তাই অ্যাড লিমিট দূর করার জন্য প্রথমে আপনার সাইটে যদি কোন কপি কন্টেন্ট থেকে থাকে তাহলে দ্রুত সেই কপি কনটেন্টকে দূর করুন এবং ইনভ্যালিড ট্রাফিক দূর করুন।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url